- ক্যান্টনমেন্ট এ সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH)-এর উত্তর-পূর্ব দিকে নতুন
- বিমানবন্দর সড়কের পশ্চিম পার্শ্বে, এমইএস কলোনী ফ্লাইওভার সংলগ্ন মূল শহরের কোলাহল
- ও দূষণমুক্ত মনোরম প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পরিবেশে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন
- ক্যান্টনমেন্ট স্কুলটির অবস্থান। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়। তখন এটি
- ইউনিট স্কুল নামে পরিচিত ছিল। ১৯৫১ সালে ক্যান্টনমেন্ট বোর্ড গঠিত হলে ১৯৫২ সালে
- ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে। এটি দেশের ক্যান্টনমেন্ট সমূহের প্রথম
- শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭১ সালে মহান স্বাধীনতা অর্জিত হওয়ার পর মুক্তিযুদ্ধে
- জীবনোৎসর্গকারী শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রমের নামানুসারে অত্র প্রতিষ্ঠানটির নামকরণ
- করা হয় “শহীদ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়”। এ প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে কলেজে উন্নীত হয়
- এবং নামকরণ করা হয় শহীদ রমিজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ২০০২ সালে ঢাকা
- শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে পুনরায় প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় শহীদ রমিজ উদ্দিন
- কলেজ। ২০০৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটির কলেজ শাখা পৃথক
- করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন
- ক্যান্টনমেন্ট স্কুল। এ নামেই প্রতিষ্ঠানটি বর্তমানে পরিচিতি লাভ করছে।